শিশুরাই জাতির শ্রেষ্ঠ সম্পদ। আজকের শিশু আগামী দিনের কর্ণধার। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। জাতির ভবিষ্যৎ কর্ণধার এই শিশুদের দেশের যোগ্য নাগরিক গড়ে তুলতে তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, বিনোদন ও শিক্ষামূলক কর্মতৎপরতা সর্বোপরি শিশুদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বদেশপ্রেম, নৈতিকশিক্ষা, শৃঙ্খলা, ও দায়িত্ববোধ সৃষ্টির উদ্দেশ্যে সৃজনশীল ও সুকুমার বৃত্তি সহ প্রতিভার বিকাশের জন্য ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়।
অফিসের অবস্থানঃ বাংলাদেশ শিশু একাডেমি বরগুনা জেলা কার্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। অফিসটি বর্তমানে জেলা শিল্পকলা একাডেমি ভবনের (জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে) ৩য় তলায় ৪টি কক্ষ ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। অফিসে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা, একজন লাইব্রেরীয়ান কাম মিউজিয়াম কীপার, একজন অফিস সহকারী, একজন অফিস সহায়ক, একজন নিরাপত্তা প্রহরী রয়েছে ও অস্থায়ীভাবে একজন ঝাড়ুদার রছেছে। এছাড়াও ৪টি প্রশিক্ষন বিভাগে ৪জন প্রশিক্ষক, শিশু বিকাশ এবং প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে ২জন শিক্ষক রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস