বাংলাদেশ শিশু একাডেমি বরগুনা জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় বরেণ্য ব্যাক্তিদের জন্ম-মৃত্যু বার্ষিকী উদযাপন ২০১৯ কর্মসূচীর আওতায় ষাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহামান্য সুপ্রীম কোর্টের খ্যাতনামা আইনজীবী, মুক্তিযুদ্ধের নবম সেক্টরের (সাব-সেক্টর, বুকাবুনিয়া, বামনা) সংগঠক, সাবেক এম. এন. এ ও এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট আসমত আলী সিকদার এঁর মরণোত্তর সম্মাননা উপলক্ষে আলোচনা, সম্মাননা প্রদান অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মোঃ জাহিদ হোসেন এর সঞ্চালনায় এবং জনাব মোঃ মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বরগুনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ বরগুনা, জনাব মোঃ শাহাদৎ হোসেন, জেলা শিক্ষা অফিসার, বরগুনা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশীদ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা, জনাব মনির হোসেন কামাল, সভাপতি, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও স্টেশন ম্যানেজার লোকবেতার বরগুনা। আরও আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব কে. এম. আঃ রশিদ, সভাপতি, জেলা স্বেচ্ছাসেবকলীগ, বরগুনা, জনাব মনিরুজ্জামান নসা, সদস্য, বাংলাদেশ শিশু একাডেমি, বরগুনা, মরহুম আসমত অালী সিকদার এর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব রত্তন সিকদার (ভাই), এবং জনাব মোর্শেদা মিলন (বোন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বরগুনা জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ কে বাংলাদেশ শিশু একাডেমি বরগুনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনাব এস এম রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বরগুনা।